ভ্রমণ ডায়েরী

Home News Contact About

গুয়াংজুতে প্রথমদিন

চায়না তে গিয়ে অনেকে অনেক ধরনের সমস‌্যা তে পড়ে। এর মধ‌্যে ভাষাগত সমস‌্যা টাই অধিক। Guangzhou তে, প্রথম দিনে আমি কি সমস‌্যা তে পড়েছি , সেটাই বলবো আজ।

Lanavola

২০১০ সালের মে মাসের ঘটনা। ট‌্যুরিস্ট ভিসাতে চায়না যাবো ভেবেছিলাম । কিন্তু সেটা পাওয়াটা বোধহয় তখন এতটা সোজা ছিলনা। বিজনেস ভিসা নিতে হবে। এর জন‌্য লাগবে চাইনিজ গভঃ ইনভাইটেশন। কিছুু বন্ধুদের ইনভিটেশন এর মধ‌্যে নিজের নাম যুক্ত করতে গিয়েও ফেল মারলাম। কি আর করা, নিজেই চেস্টা করতে থাকলাম। যে কোম্পানীর মেশিনারীজ দেখতে যাব, তাদের কেই পটাইতে থাকলাম। চাইনিজ ঐ কোম্পানী গুলো সহজে ইনভাইটেশন দিতো না। কারন এর আগে অনেক কে তারা ইনভিটেশন দিসে যারা পরবর্তীতে তাদের কোম্পানী তে হাজির ই হইতো না। যাই হোক একটা কোম্পানী থেকে ইনভাইটেশন আনালাম। ওদের সাথে অনেকদিন থেকেই আলাপ আলোচনা চালাচ্ছিলাম। কুরিয়ারে ওরা ইনভাইটেশন পাঠালো।

Lanavola

ভিসা ফর্ম ফিলাপ করে গেলাম চাইনিজ এম্বাসী। দু দিন শুধু দৌড়া দৌড়িই করলাম। ভেতরে ঢুকার সুযোগ পেলাম না। তখন চাইনিজ এম্বেসী তে ইনডিয়ান এম্বেসীর মতই ভিড় লেগে থাকতো। পরবর্তীতে পুলিশের ব‌্যাবস্হা তে, যেদিন ভিসার জন‌্য যাবো, তার আগের দিন বিকালে নাম এর লিস্ট করা হবে, সেখানে নাম টা লিখিয়ে আসলাম। পরের দিন সেই সিরিয়াল অনুযায়ী এক এক করে ভিসা সেকশন এ ঢুকতে লাগলাম। আমি ভিতরে গিয়ে যখন আমার পেপারস জমা দিলাম তখন অফিসার বললেন যে যেহেতু আমি প্রথম বার চায়না যাবো, তাই আমাকে ওদের ভিসা কনস‌্যুলার ইন্টারভিউ নিবেন। উনি দুুদিন ব‌্যাস্ত আছেন তাই দু দিন পর আসতে বললেন। দু দিন পর উনার দেখা পেলাম। বয়স্কা একজন মহিলা। উনি জানতে চাইলেন কোন কোম্পানী তে আমি যেতে চাই। বললাম। ওটা কোন শহরে , জানতে চাইলেন। তাও বললাম। সর্বশেষে জানতে চেলেন কতদিনের জন‌্য আমি যেতে চাই, বললাম ৭ দিনের জন‌্য। উনি আমাকে ১৫ দিনের ভিসা ইস‌্যু করলেন। এরপর ভিসা ফি জমা দিলাম এবং পরবর্তী দিনে পাসপোর্ট ফেরত নিলাম।

চলবে.........

২য় পর্বের লিংক এখানে